বাংলায় শিখি

কোর্সটির বৈশিষ্ট্য

কোর্সটিতে কেনো ভর্তি হবেন?

গ্রামার

আমাদের কোর্সে ভর্তি হলে আপনি কোনো রকম গ্রামারের রুল্স মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে পারবেন।

ভোকাবুলারি

Noun, Verb, Adjective সহ বহুল ব্যবহৃত ও নিত্য প্রয়োজনীয় প্রায় ৩ হাজার শব্দার্থ শেখানো হবে। যেগুলো জানলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।

প্র্যাক্টিস ক্লাস

পর্যাপ্ত প্র্যাক্টিস ছাড়া কোনো ভাষায় কথা বলা সম্ভব নয়। তাই ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের পাশাপাশি রয়েছে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্র্যাক্টিসের ব্যবস্থা।

দ্রুত কথোকপথন

আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেনো একজন শিক্ষার্থী মাত্র ৫টি ক্লাস করার পরই ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারে। তারা এমনটি করে দেখাচ্ছেনও।

বেসিক টু এডভান্সড

বেসিক বলতে একেবারে A B C থেকে শুরু করা হবে। তবে যাদের অলরেডি বেসিক ধারণা আছে, তাদের জন্য এটা বিরক্তিকর বানানো হবে না। প্রয়োজনে দুর্বলদের আলাদা ব্যবস্থা করা হবে।

ওয়ান টু ওয়ান সাপোর্ট

অনেকেই আছেন যারা কিছু ক্লাসে পড়া একটু কম বুঝেন, কিন্তু লজ্জায় বলতে পারেন না। আবার বললে অন্যরা বিরক্তিবোধ করেন। প্রয়োজনবোধে তাদেরকে একাকী বুঝিয়ে দেওয়া হয়।

কোর্সটি আপনার জন্যই, যদি...

কোর্সটি আপনার জন্য নয়, যদি...

ছাত্র-ছাত্রীরা যা বলেন

যা যা শিখবেন

সচরাচর প্রশ্নোত্তর

সাধারণত ক্লাস ফাইভ পর্যন্ত প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকলেই আমাদের কোর্সে ভর্তি হওয়া যাবে। কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে ক্লাস ফাইভ না হলেও চলে।

যৌক্তিক প্রশ্ন। এর উত্তর হলো- আমরা গ্রামার নিয়ে কোনো আলোচনা করবো না। তবে গ্রামারের রুল্স ফলো করেই আমাদের পড়ালেখা চালিয়ে যাবো। মানে, আপনি আপনার অজান্তেই গ্রামার অনুযায়ী কথা বলা শিখবেন। যেমনিভাবে আমরা বাংলা গ্রামারের অনেক রুল্‌স অনুযায়ী বাংলা কথা বলি। কিন্তু বাস্তবে আমি এসব রুল্সের কিছুই জানি না। ঠিক তেমনিভাবে আমরা ইংরেজি শিখবো গ্রামার অনুযায়ী, কিন্তু গ্রামারের যন্ত্রণাদায়ক রুল্স মুখস্থ করার প্যারা ছাড়াই। আশা করি বুঝতে পেরেছেন।

ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) অথবা স্মার্ট ফোন।

হ্যাঁ, অবশ্যই করা করা যাবে। যেকোনো স্মার্ট ফোন/টাচ মোবাইল দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের ক্লাসগুলো করা যাবে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীই মোবাইলে ক্লাস করে থাকেন।

স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, চাকুরিজীবী, চাকুরীপ্রার্থী, Freelancer, গৃহিণীসহ যেকোনো শ্রেণী-পেশার মানুষ আমাদের কোর্সটি করতে পারবে।

সাধারণত প্রতি মাসেই আমাদের নতুন ব্যাচ শুরু হয়। ভর্তি সম্পন্ন হবার পর আমরা আপনার সাথে যোগাযোগ করে ক্লাস শুরুর তারিখ ও সময় জানিয়ে দেবো।

সপ্তাহে ৩ দিন (শনি, সোম ও বুধ এবং রবি, মঙ্গল ও বৃহস্পতি)। সকাল, বিকেল ও রাতের ব্যাচ আছে। ভর্তি সম্পন্ন হবার পর আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার ব্যাচের দিন ও সময় সম্পর্কে জানিয়ে দেবো। আপনার কোনো প্রেফার্বল (পছন্দসই) দিন বা সময় থাকলে আমাদের জানাতে পারেন।

কোর্সের মেয়াদ ৩ মাস। মোট ক্লাস সংখ্যা ৩০টি। প্রয়োজনবোধে সময় ও ক্লাস সংখ্যা বাড়ানো/কমানো হতে পারে।

এই কোর্সে ভর্তি হবার দ্বারা আপনি টোটাল ৬ মাসের জন্য স্পীকিং ক্লাবের ফ্রি এক্সেস পাবেন। ছ’ মাস পর আপনি চাইলে নামমাত্র মান্থলি ফি দিয়ে স্পীকিং ক্লাবের এক্সেস কন্টিনিউ করতে পারবেন।

এটি একটি অনলাইন ক্লাস। তাই বাংলা ভাষা-ভাষী যেকোনো ব্যক্তি বিশ্বের যেকোনো জায়গা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

জ্বি, এটি একটি অনলাইন ক্লাস হবার সুবাদে বাংলা ভাষা-ভাষী যেকোনো ব্যক্তি বিশ্বের যেকোনো জায়গা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

কোর্সটির নিয়মিত ফি: ৫০০০ টাকা

৭০% ডিস্কাউন্টে বর্তমান ফি: ১৪৯৯ টাকা

Spoken English এর গুরুত্ব

বাংলা আমাদের মাতৃভাষা হলেও আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অসংখ্য মানুষ ২য় ভাষা হিসেবে ইংরেজি শিখে থাকে। বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আধুনিক এই যুগে English এর দক্ষতা কাজে লাগিয়ে সবাইকে বিশ্বের সাথে যোগাযোগ করতে হয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রফেশনাল জীবনের বিভিন্ন ক্ষেত্রেই ইংরেজির প্রয়োজন হয়। বিদেশি ভাষা হিসেবে কঠিন ভেবে আপনি যদি ইংরেজি শেখা থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। আধুনিক বিশ্বে ইংরেজির প্রভাব এতটাই যে, English পাশ কাটিয়ে সফল হওয়ার কোন সুযোগ নেই।

ক্যারিয়ার গঠনে ইংরেজির ভূমিকা

অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, বিদেশে কর্মসংস্থান, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, দেশ-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ প্রতিটি সেক্টরেই ইংরেজি প্রয়োজন হয়। ইংরেজিতে যোগাযোগের স্কিল যার যত বেশি, তার ক্যারিয়ার তত বেশি সাফল্যপূর্ণ। আপনি যদি ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারেন তাহলে জব মার্কেটে নিজেকে এক অনন্য উচ্চতায় দেখতে পাবেন। জব মার্কেটে যোগাযোগের জন্য সবসময় English প্রয়োজন হয়। তাই আপনি যদি Spoken English এ দক্ষ হন তাহলে ক্যারিয়ারে হোঁচট খেতে হবে না। অনলাইন মার্কেটপ্লেসে বিদেশী ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে যোগাযোগ করতে পারবেন। ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারলে Freelancer হিসেবে কাজ পাওয়া সহজ হবে।

Spoken English এ স্কিল অর্জনের মাধ্যমে নিজেকে যদি একজন Global নাগরিক হিসেবে দেখতে চান, তাহলে সময় নষ্ট না করে আজই এই কোর্সে এনরোল করুন

বাংলায় শিখি Spoken English

মেইন হেডলাইনের নিচে একটা ছোট লিড প্যারাগ্রাফ লিখুন যেটা অডিয়েন্স (পাঠককে) নিচের লেখাগুলো পড়তে উৎসাহিত করবে...

©2024, All Rights Reserved by Islam’s Education. Designed by Thrive Coder.

Islam’s Education is not a part of Facebook.com or Facebook Inc. Additionally, Islam’s Education is not endorsed by Facebook, Inc. in any way. Facebook is a trademark of Facebook, Inc.